বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা, উত্তেজনা সৃষ্টি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সম্বলিত ব্যানার নিয়ে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে, পানপট্টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ৬০ থেকে ৭০ জন শিক্ষার্থী বঙ্গবন্ধুর ছবি সম্বলিত ব্যানার নিয়ে স্কুল মাঠ থেকে একটি র্যালি বের করে। তারা যুদ্ধের বাজার এলাকা ঘুরে আবার বিদ্যালয় প্রাঙ্গণের শহীদ মিনারে গিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
বিষয়টি নিয়ে এলাকায় তুমুল আলোচনা শুরু হলে পানপট্টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রিসাত রায়হান তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ‘আমি এই হীন কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ভবিষ্যতে এমন কর্মকাণ্ড পানপট্টি ইউনিয়নবাসী সহ্য করবে না এবং সমুচিত জবাব দেবে। পলাতক হাসিনার ল্যাকপেন্সারদের দেখতে চায় না পানপট্টির সর্বস্তরের জনগণ।’
এ বিষয়ে পানপট্টি ইউনিয়ন পরিষদের সদস্য কালাম মেম্বার বলেন, ‘এই ব্যানারটি অবশ্যই বিদ্যালয়ের পক্ষ থেকে দেওয়া হয়েছে। শহীদ মিনারের পাদদেশে বঙ্গবন্ধুর ছবিসহ একটি ব্যানার টানানো ছিল, যেখানে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা ছিল। আমাদের পানপট্টিতে ৫ আগস্টের পর থেকে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছিল, তবে আজকের এই ঘটনার পর থেকে উত্তেজনা দেখা দিয়েছে।’
স্থানীয় সচেতন মহল মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দলীয় প্রচারণার পরিবর্তে নিরপেক্ষভাবে জাতীয় দিবস পালন করা উচিত।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিহার রঞ্জন রায় বলেন, ‘এটা গত বছরের ব্যানার ছিল। আমরা খেয়াল করিনি শিক্ষার্থীরা কোথা থেকে এনেছে। বিষয়টি নজরে আসার পর আমরা তা সরিয়ে ফেলেছি।’
–মাহমুদ রায়হান, পটুয়াখালী
–ON/SMA