সোনারগাঁয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিএনপির অনুষ্ঠানে আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির নেতৃবৃন্দ যথাযোগ্য মর্যাদায় দিবসটি উদযাপন করেন।
শুক্রবার সকালে সোনারগাঁ উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহীদ মিনারে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান ও সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে সোনারগাঁ উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ভাষা শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ সভাপতি মো. রফিকল ইসলাম, হাজী সেলিম হক রুমি, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সোনারগাঁ পৌর বিএনপির সভাপতি মো. শাহজাহান মেম্বার, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, জেলা যুব দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খায়রুল ইসলাম সজিব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, উপজেলা বিএনপি নেতা তাজুল ইসলাম সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দীপু, সোনারগাঁ পৌরসভা বিএনপি নেতা সাদিকুল ইসলাম সেন্টু, আম আমিন, জসিম উদ্দিন প্রমুখ নেতৃবৃন্দ।
–মোহাম্মদ আলমগীর হোসেন, সোনারগাঁয়
–ON/SMA