মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে মাদারীপুর সরকারি কলেজ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে মাদারীপুর জেলা পুলিশ।
রাত ১২টা ১ মিনিটে মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. সাইফুজ্জামান, বিপিএম-এর নেতৃত্বে জেলা পুলিশের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে গিয়ে সালাম, রফিক, বরকত, জব্বারসহ অনেকে শহীদ হন। তাদের আত্মত্যাগের স্মরণে প্রতি বছর ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়।
–মোঃ ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
–ON/SMA