পিরোজপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৫ উপলক্ষে পিরোজপুর জেলার কেন্দ্রীয় শহিদ মিনারে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব লাভলু গাজী, যুগ্ম সদস্য সচিব রিয়াজউদ্দিন রানা, সাবেক জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম কিসমতসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সাংবাদিকদের পক্ষ থেকে পিরোজপুর প্রেসক্লাব এবং পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মুকিত হাসান খাঁন, জেলা বিশেষ শাখা (ডিআইও-০১) অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ, পিরোজপুর সদর থানার অফিসার ইনচার্জ, ট্রাফিক ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টরসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সাধারণ জনগণ।
১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাংলা ভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য প্রাণ উৎসর্গ করেছিলেন সালাম, রফিক, বরকত, জব্বারসহ নাম না জানা আরও অনেকে। তাদের সেই আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতিবছর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের অংশ হিসেবে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও নানা কর্মসূচির আয়োজন করা হয়।
–মো: নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA