পিরোজপুরে শহীদ পরিবারের জন্য দোকানঘর ও সেলাই মেশিন বিতরণ

পিরোজপুরের নাজিরপুরে জুলাইয়ের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ পরিবারের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে দোকানঘর প্রদান ও আহত পরিবারের সদস্যদের সেলাই মেশিন বিতরণ করেছেন জেলা প্রশাসক আশরাফুল আলম খান। (২০ ফেব্রুয়ারি) তিনি দুই শহীদ পরিবারের কাছে ‘সংশপ্তক’ ও ‘কিংবদন্তী’ নামে দুটি দোকানঘরের চাবি হস্তান্তর করেন এবং আহত তিন পরিবারের সদস্যদের সেলাই মেশিন প্রদান করেন।
এছাড়া, জেলা প্রশাসক নাজিরপুর উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা মঞ্চ আধুনিকায়ন প্রকল্পের উদ্বোধন করেন এবং সদরের হরিসভা সংলগ্ন খালের বর্জ্য অপসারণ ও খাল খনন কর্মসূচির সূচনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূঁইয়া (জনি), নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অরূপ রতন সিংহ, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
জেলা প্রশাসনের এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবারগুলোর জীবনমান উন্নয়ন ও স্থানীয় অবকাঠামো উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী।
— মো. নাছির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA