মাদারীপুরে স্বেচ্ছাসেবী সংগঠনের আয়োজনে ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

মাদারীপুর সদর উপজেলার পাঁচখোলা জাজিরা গ্রামের ১৩৭ নং নাছিরউদ্দীন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ২০ জানুয়ারি ২০২৫, দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এই আয়োজনের প্রধান পৃষ্ঠপোষক ছিলেন আফতাব উদ্দিন মিয়া ওয়ার্ল্ড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ওয়াদুদ জনি মিঞা। প্রতিযোগিতাটি আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য পরিবার, মাদারীপুর, পাঠক বন্ধু, নকশীকাঁথা, সবুজ বাংলাদেশ মাদারীপুর জেলা এবং আঁচল মাল্টিমিডিয়া শিল্পী সংসদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মশিউর রহমান পারভেজ, সভাপতি, নিরাপদ চিকিৎসা চাই মাদারীপুর জেলা শাখা; সোহেল খান, সভাপতি, বন্ধুসভা মাদারীপুর; এইচ এম রেজাউল হক, নির্বাহী পরিচালক, প্রজ্ঞা মানবিক উন্নয়ন সংস্থা; মো. বায়জীদ মিয়া, প্রতিষ্ঠাতা ও সভাপতি, পাশে আছি মাদারীপুর; মো. সৌরভ হোসেন আরিফ, ব্যবস্থাপনা পরিচালক, হেলথকেয়ার হাসপাতাল মাদারীপুর; জিএম পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক, মানব কল্যাণ সংগঠন; জিল্লুর রহমান সম্রাট, প্রতিষ্ঠাতা, বন্ধন পরিবার মাদারীপুর এবং মো. সৈকত হোসেন (সায়ান), জেলা এম্বাসেডর, নিজের বলার মত একটি গল্প ফাউন্ডেশন।
প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন ১৩৭ নং নাছিরউদ্দীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলী আকবর। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তারুণ্য পরিবার, মাদারীপুরের প্রতিষ্ঠাতা সোহাগ হাসান।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, গ্রামবাসীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং মানসিক ও শারীরিক বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।
–ইসমাইল খান হৃদয়, মাদারীপুর
–ON/SMA