জলঢাকায় ছাত্রদলের ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নীলফামারীর জলঢাকা উপজেলা ও পৌর ছাত্রদলের আওতাধীন সকল কলেজ ও মাদ্রাসা ইউনিটের কমিটি গঠন প্রক্রিয়ার অংশ হিসেবে বুধবার সকাল সাড়ে ১১টায় পদপ্রত্যাশীদের মাঝে ফরম বিতরণ ও কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয় রশিদুল ইসলাম বাঙালীর বাসায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মমতাজুল ইসলাম মিঠু এবং সঞ্চালনা করেন মোন্তাসির বিল্লা শিমুল।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি মিঠুন কুমার দাস। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ রুবেল আমিন, নীলফামারী জেলা ছাত্রদলের সভাপতি মারুফ পারভেজ প্রিন্স ও মোজাম্মেল হক মোজাম।
প্রধান অতিথির বক্তব্যে মিঠুন কুমার দাস বলেন, ‘শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। স্বৈরাচারী ও ফ্যাসিবাদী সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে। এই ব্যবস্থা পুনরুদ্ধারে ছাত্রদলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’
প্রধান বক্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বাংলাদেশের সংকট ও ক্লান্তিকালে বিশ্বের কাছে দেশের পরিচয় তুলে ধরেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। ছাত্রশিবির ও ছাত্রলীগ নিষিদ্ধ হলেও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো নিষিদ্ধ সংগঠন হিসেবে পরিচিত হয়নি। দেশকে নিয়ে গভীর চক্রান্ত চলছে, তাই সবাইকে সজাগ থেকে ঐক্যবদ্ধভাবে ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে।’
–মাজেদুল ইসলাম স্বপন, নীলফামারী
–ON/SMA