রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি অনুমোদন: পাংশায় আনন্দ র্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল রাজবাড়ী জেলা শাখার নবগঠিত কমিটি অনুমোদন দেওয়ায় রাজবাড়ীর পাংশায় আনন্দ র্যালি ও শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে পাংশা উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই র্যালি ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে দলের স্থানীয় নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুরুল ইসলাম মঞ্জু, পাংশা উপজেলা বিএনপির সভাপতি মো. চাঁদ আলী খান, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি শহিদুল ইসলাম লিটু, রাজবাড়ী পৌর আহ্বায়ক মামুন হোসেন, পাংশা পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সাবু সরদার, যুগ্ম আহ্বায়ক মো. আলাউদ্দিন ও মো. নুরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য রফিকুল ইসলাম।
এছাড়া রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক মো. আবুল মালেক খান, সদস্য সচিব তুহিনুর রহমান এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক এস এম জান্নাতুলও উপস্থিত ছিলেন।
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA