চিলাহাটির সাহের বানুর সন্ধান মেলেনি ৪৩ দিনেও

নীলফামারী জেলার চিলাহাটির কেতকীবাড়ী ইউনিয়নের বোতলগঞ্জ এলাকার শহিদুল ইসলামের স্ত্রী সাহের বানু নিখোঁজ রয়েছেন ৪৩ দিন ধরে। এখনো তার কোনো সন্ধান পাওয়া যায়নি। স্ত্রীকে ফিরে পেতে তার অসহায় স্বামী মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন সাহায্যের আশায়।
শহিদুল ইসলাম জানান, গত জানুয়ারির প্রথম সপ্তাহে তার স্ত্রী সাহের বানু মেঝো বোন সূর্য বানুর সঙ্গে ঢাকা যান। ৩-৪ দিন পর সূর্য বানু বাড়ি ফিরলে তিনি তাকে জিজ্ঞাসা করেন সাহের বানু কোথায়। জবাবে সূর্য বানু জানান, সাহের বানু ছোট বোন জয় বানুর বাড়িতে আছেন। এরপর শহিদুল ইসলাম তার স্ত্রীর মোবাইলের ব্যাপারে জানতে চাইলে সূর্য বানু বলেন, সেটি তার কাছেই রয়েছে।
পরবর্তীতে, ফেব্রুয়ারির ১১ তারিখে জয় বানু ঢাকা থেকে ফিরে এলে শহিদুল ইসলাম তাকে জিজ্ঞাসা করেন, সাহের বানু কোথায়। তখন জয় বানু জানান, তিনি তার বোনকে দেখেননি এবং তার বাড়িতেও যাননি। এরপর থেকেই শহিদুল ইসলাম স্ত্রীকে খুঁজে পেতে বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।
নিখোঁজ সাহের বানুর বয়স ৪৩ বছর। তিনি সহজ-সরল প্রকৃতির মানুষ। হারিয়ে যাওয়ার সময় তার পরনে একটি মেক্সি ছিল। কেউ তার সন্ধান পেলে নিম্নোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে: ০১৩০৬৬২৯২৮৩, ০১৭০৬৯১৩৮৫০।
–রাকিবুল হাসান, নীলফামারী
–ON/SMA