দারিদ্র্যের অভিমানে সুরভীর করুণ পরিণতি

রংপুরের পীরগঞ্জ উপজেলায় পিকনিকে যাওয়ার টাকা না পেয়ে অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নবম শ্রেণির ছাত্রী সুরভী। সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে টুকুরিয়া ইউনিয়নের ছাতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সুরভী ছাতুয়া মাদ্রাসার শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, মাদ্রাসা থেকে রাজশাহীতে একদিনের পিকনিকের আয়োজন করা হয়। এতে অংশ নিতে বাবার কাছে টাকা চায় সুরভী। তবে আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা রনজু মিয়া টাকা দিতে পারেননি। এতে অভিমান করে সে নিজ শয়নকক্ষে গলায় ফাঁস দেয়।
পরিবারের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।’
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই দারিদ্র্যের কারণে পরিবারের অসহায়ত্ব ও সুরভীর করুণ পরিণতিকে কষ্টের চোখে দেখছেন। স্থানীয়দের মতে, পারিবারিক আর্থিক সংকটের পাশাপাশি মানসিক সচেতনতার অভাব থেকেও এ ধরনের দুর্ঘটনা ঘটে।
এখন প্রশ্ন উঠছে—একটি পিকনিকের সামান্য টাকা যদি একটি জীবন কেড়ে নিতে পারে, তবে কিশোর-কিশোরীদের মানসিকভাবে শক্তিশালী করে তোলার দায়িত্ব কার?
–মাসুম পারভেজ, রংপুর
–ON/SMA