“৫ হাজার টাকার পুজিঁ নিয়ে কাগজের ঠোঙা ব্যবসা শুরু, এখন সফল উদ্যোক্তা বাপ্পি সাহা”

কচুয়ার পালাখালে নিজ কারখানায় মিষ্টির ঠোঙ্গা তৈরি করছেন বাপ্পি সাহা।
মাত্র ৫ হাজার টাকার পুজিঁ নিয়ে কাগজের ঠোঙা তৈরির ব্যবসা শুরু করে এখন সফল উদ্যোক্তা হয়েছেন বাপ্পি সাহা। চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখাল গ্রামের বাসিন্দা বাপ্পি সাহা ১৯৯৬ সালে কাগজের ঠোঙা ও বক্স তৈরি করে ব্যবসা শুরু করেন। বর্তমানে তার কারখানায় ১২ জন শ্রমিক কাজ করছেন, এবং ব্যবসাটি বৃহত্তর আকার ধারণ করেছে।
বাপ্পি সাহা জানান, “ছোট বেলা থেকে অনেক পরিশ্রম করেছি। ক্ষুদ্র চালান নিয়ে কাগজের ঠোঙা তৈরির কাজ শুরু করি। পর্যায়ক্রমে ব্যবসা পরিসর হতে থাকে। পিছনে তাকাতে হয়নি আর।” তাঁর ব্যবসার সাফল্যের পিছনে পরিবার বিশেষত তাঁর বাবা ও ভাইদের অবদান ছিল। বর্তমানে তার কারখানায় কাগজ ও বোর্ড ঢাকা থেকে সংগ্রহ করা হয়, এবং ব্যবসায় লাভের মুখ দেখছেন তিনি।
উদ্যোক্তা বাপ্পি সাহা আরও বলেন, “আমার কারখানায় ১২ জন শ্রমিক কাজ করে পরিবারের জীবিকা নির্বাহ করছেন। তবে এ ব্যবসায় মুনাফা বেশি থাকায় দ্রুত লাভবান হওয়া যায়।” তিনি শিক্ষিত বেকার যুবকদের কাগজের ঠোঙা তৈরির কাজে আগ্রহী হতে আহ্বান জানিয়েছেন, যাতে আরো কর্মসংস্থান সৃষ্টি হয়।
কর্মরত শ্রমিক জাহাঙ্গীর ও রিয়াদ হোসেন জানান, “দীর্ঘদিন ধরে আমরা বাপ্পি সাহার কারখানায় কাজ করছি। মালিক ভালো হওয়ায় আমাদের কোনো ধরনের অসুবিধা হয়নি। নিয়মিত আমাদের মাসিক বেতন পরিশোধ করেন। যার কারণে আমরা পরিবার নিয়ে খুবই ভালো আছি।”
এছাড়া, বাপ্পি সাহা ব্যবসাটি আরো বৃহত্তর আকারে স্থাপন করতে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
–মো: মাসুদ মিয়া, ,কচুয়া
–ON/SMA