রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

ঝালকাঠির রাজাপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা শাখার নবগঠিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় উপজেলার বাইপাস এলাকার হলিফুড ক্যাফেতে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
ইসলামী ছাত্র আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা মাস্টার জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সভাপতি মাওলানা আল আমিন দোহারী, মাওলানা আল আমিন রুম্মান গাজী, সেক্রেটারি মাওলানা বাইজিদ হক ফরাজী এবং যুব আন্দোলনের রাজাপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা ইব্রাহিম খলিল।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব নিয়েছেন মাহমুদুল হাসান। সহ-সভাপতি হয়েছেন মফিজুর রহমান, সাধারণ সম্পাদক বেলাল হাবশী, সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাইনুল ইসলাম, দাওয়াহ সম্পাদক দেলোয়ার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক নুর হোসেন আল আজাদ, প্রকাশনা ও দফতর সম্পাদক শেখ আবদুল্লাহ আল খুবায়ের, অর্থ সম্পাদক মোঃ ফেরদাউস।
এছাড়া, কওমি মাদ্রাসা বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক আহমেদ রাকিব, কলেজ সম্পাদক সরোয়ার হোসেন, স্কুল সম্পাদক শাওন আলিফ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অলিউল ইস সানি এবং সদস্য হিসেবে সাইফুল ইসলাম নাহিন দায়িত্ব পেয়েছেন।
–মো. মাহিন খান, রাজাপুর (ঝালকাঠি)
–ON/SMA