শরীয়তপুরের তিনটি আসনে খেলাফত মজলিসের প্রার্থী চূড়ান্ত

বাংলাদেশ খেলাফত মজলিস আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনে তাদের প্রার্থী প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) রাত ১০টায় দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং শরীয়তপুর জেলা শাখার যৌথ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের শরীয়তপুর জেলা শাখার সভাপতি মাওলানা শাব্বির আহমদ উসমানী।
তিনি জানান, শুক্রবার সকালে দলটির মনোনয়ন বোর্ডে প্রার্থীদের তালিকা পাঠানোর বিষয়ে শরীয়তপুর জেলা কার্যালয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় কমিটির মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, শরীয়তপুর-২ (নড়িয়া-সখিপুর) আসনে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলার সাধারণ সম্পাদক মো. দবির হোসেন শেখ এবং শরীয়তপুর-৩ (ডামুড্যা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট) আসনে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও জেলার সহ-সভাপতি মুফতি খবিরুদ্দীনকে প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হয়েছে।
তিনি আরও জানান, ‘আমাদের তিনজন প্রার্থীই যোগ্য ও জনপ্রিয়। তৃণমূলের সভায় সর্বসম্মতিক্রমে তাদের নাম চূড়ান্ত করে মনোনয়ন বোর্ডে পাঠানো হয়েছে। তারা মেধা, যোগ্যতা, দক্ষতা, মানবিকতা ও নেতৃত্বগুণে সেরা। সাধারণ মানুষের মাঝে তাদের চাহিদা ব্যাপক। আগামীর নির্বাচনে শরীয়তপুরের তিনটি আসনের জনগণ খেলাফত মজলিসের প্রার্থীদের ভোট দিয়ে বিজয়ী করার জন্য প্রস্তুত রয়েছে।’
এদিকে, প্রার্থী চূড়ান্ত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার-প্রচারণাও শুরু হয়েছে।
–মোঃ জামাল হোসেন, নড়িয়া (শরীয়তপুর)
–ON/SMA