ধর্মপাশায় আ.লীগ নেতা বিলকিসের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামিম আহমেদ বিলকিস, মির্জা শাহ আলম, সাইফুর রহমান কাঞ্চন এবং আরও ১২ জনের বিরুদ্ধে ভূমি জবরদখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন অবসরপ্রাপ্ত সার্জেন্ট মাইন উদ্দিন ও তার ভুক্তভোগী পরিবার।
বুধবার রাতে সুনামগঞ্জ প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ধর্মপাশা সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের মাইন উদ্দিন লিখিত বক্তব্যে জানান, তিনি সেনাবাহিনীতে কর্মরত থাকাবস্থায় ন্যায় ও সততার সাথে দেশ সেবায় গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ছিলেন। বর্তমানে অবসরে থেকে ক্রয়কৃত ও ইজারা প্রাপ্ত ভূমিতে ইরি, বোরো ও রবিশস্য উৎপাদন সহ মৎস্য চাষ করে জীবিকা নির্বাহ করছেন। তার ভাইদের রেকর্ডীয় স্বত্ব দখলীয় পতিত ভূমি ও বোরো রকমের ভূমির কিছু অংশে মৎস্য সংরক্ষণ এবং কৃষি চাষ করছেন তিনি।
তিনি জানান, ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্তৃক ২০২৩ সালের পহেলা সেপ্টেম্বর ৫.৩৬ একর ভূমি ইজারা নেওয়া হয়। ইজারামূল্য পরিশোধ করে তিনি দখলে রয়েছেন। কিন্তু গত ৭ ফেব্রুয়ারি শুক্রবার সকালে তার ভূমি জবরদখলের উদ্দেশ্যে শামীম আহমেদ বিলকিসের নির্দেশে সাইফুর রহমান কাঞ্চন এবং মির্জা শাহ আলমসহ ১০-১৫ জন ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার কর্মচারীদের হুমকি প্রদান করে। তারা খলায় রাখা মশারি, ত্রিফাল, কৃষি সরঞ্জামাদি সহ সব মালামাল নিয়ে যায় এবং কর্মচারীদের হুমকি দেয় যে, যদি তারা ওই ভূমিতে কাজ করে, তবে তাদেরকে মেরে ফেলা হবে এবং পাথর বেঁধে ব্রিজের নিচে ফেলে দেওয়া হবে।
তিনি আরও জানান, এলাকাবাসী ও গণ্যমান্য ব্যক্তিদের শালিস দরবারও হয়েছে, তবে তারা একেবারেই শালিসের কথা মানেননি এবং আরও উত্তেজিত হয়ে নানা ষড়যন্ত্র করছে। মাইন উদ্দিন বলেন, ‘আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় রয়েছে। এ বিষয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও আর্মি ক্যাম্প বরাবর অভিযোগ দিয়েছি এবং থানায় জিডি করেছি। আমি প্রশাসনের হস্তক্ষেপ প্রার্থনা করছি।’
এ সময় মাইন উদ্দিনের ভাগনা তরিকুল ইসলাম তেতুল উপস্থিত ছিলেন।
–জাকারিয়া আহমদ, সুনামগঞ্জ
–ON/SMA