রৌমারী তে জমি নিয়ে বিরোধের ঘটনায় ৩ পুলিশ প্রত্যাহার

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনার চর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষে শাহাদাত হোসেন (৩৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। এতে পুলিশসহ উভয়পক্ষের ১৭ জন আহত হন।
জানা যায়, প্রায় ১৬ বছর ধরে ধনার চর গ্রামের আবুল হোসেন এবং নুর ইসলামের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। এ বিষয়ে আদালত ও থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। ঘটনার দিন আবুল হোসেনের পক্ষের শতাধিক লোক বিরোধপূর্ণ জমি থেকে সরিষা তুলে নিয়ে যাচ্ছিল। এ সময় নুর ইসলামের পক্ষের লোকজন ট্রিপল নাইনে ফোন দিয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য পুলিশ পাঠান।
পুলিশের উপস্থিতিতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শাহাদাত হোসেন, রিতা, শেফালী, রাবেয়া ও পুলিশের তিন সদস্যসহ মোট ১৭ জন আহত হন। এ ঘটনায় এসআই খুকিন, কনস্টেবল সোহেল ও রাশেদকে প্রত্যাহার করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি শান্ত করার জন্য তদন্ত চলছে।
–মোঃ স্বাধীন মিয়া, রৌমারী
–ON/SMA