রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ২০টি দোকান, ক্ষতি ২ কোটি টাকা

লক্ষ্মীপুরের রামগতি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২০টি ব্যবসা-প্রতিষ্ঠান পুড়ে গেছে, এতে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়েছে, যা পরবর্তীতে দ্রুত ছড়িয়ে পড়ে।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে রামগতি বাজারের মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডার দোকানে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তেই আগুন চারপাশে ছড়িয়ে পড়ে এবং ২০টি দোকান পুরাপুরি পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীরা প্রায় ২ কোটি টাকার ক্ষতির সম্মুখীন হন।
ফায়ার সার্ভিস এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
বিজ্ঞানী মাসুদ আলমসহ অন্যান্য ব্যবসায়ীরা জানান, “রাতে দোকান বন্ধ করে বাড়ি চলে গিয়েছিলাম। সকালে বাজারে আগুন লেগেছে বলে খবর পাই। এসে দেখি দোকানগুলো পুড়ে ছাই হয়ে গেছে। কয়েক কোটি টাকার ক্ষতি হয়েছে। অনেক দেনা-পাওনা করে ব্যবসা করতেছি। এখন কি করবো? সব দিকে অন্ধকার। সরকারী সহযোগিতা ছাড়া কোনভাবেই সামনে চলতে পারবোনা।”
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, “মাসুদ আলমের তেল ও গ্যাস সিলিন্ডারের দোকান থেকে আগুন লেগেছে। তেল ও গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ আগুনের সৃষ্টি হয়। ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।”
রামগতি ফায়ার সার্ভিসের উপ-পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, “আগুনের খবর পেয়ে আমরা দুইটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘণ্টাব্যাপী প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। ২০টি দোকান পুড়ে গেছে এবং অনেক ক্ষতি হয়েছে। তবে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির নিরুপণের কাজ চলছে।”
–আব্দুল্লাহ আল ফয়সাল, লক্ষ্মীপুর
–ON/SMA