‘আ.লীগের কেউ বাড়াবাড়ি করলে পরিণতি ভয়াবহ হবে’

রাজবাড়ীর পাংশা উপজেলার সরিষা ইউনিয়নে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তারা আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক করে বলেন, ‘শেখ হাসিনার উস্কানিতে কেউ এলাকায় নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে তাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান থাকবে না, তাদের অবস্থা হবে ভয়াবহ।’
বক্তারা আরও বলেন, ‘আমরা একটি সুন্দর দেশ গড়তে চাই, কিন্তু শেখ হাসিনা ৫ আগস্ট আত্মীয়-স্বজনদের নিয়ে দেশ থেকে পালিয়ে গিয়েছিলেন, নেতাকর্মীদের ফেলে রেখেছিলেন। তার মায়াকান্নায় কেউ বিভ্রান্ত হলে এবং এলাকায় অস্থিতিশীলতা সৃষ্টি করলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।’
মিছিলটি বৃত্তিডাঙ্গা বাজার এলাকায় অনুষ্ঠিত হয়। পরে ইউনিয়ন বিএনপির সভাপতি নাজির হোসেন উজিরের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিএনপি নেতা হারুন অর রশীদ কালাম, আতাহার মাস্টার, জয় বাবু, ফজলুর রহমান, রাকিবুল ইসলাম, যুবদলের আহ্বায়ক আকুল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা আরও বলেন, ‘শেখ হাসিনার উস্কানি শুরুর আগেই তার বাসভবন গুড়িয়ে দিয়েছে ছাত্রজনতা। আওয়ামী লীগের নেতাকর্মীরা যদি ভুল করেন, তাহলে তাদের কঠোর পরিণতির জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কোনো নির্যাতন করতে চাই না, তবে শেখ হাসিনার উস্কানিতে কেউ ভুল করলে কঠোর অবস্থান নেওয়া হবে।’
–আল আমিন হোসেন, রাজবাড়ী
–ON/SMA