লালমনিরহাটে গাঁজাসহ ট্রাক চালক-সহকারী আটক, শ্রমিকলীগ নেতা জড়িত?

লালমনিরহাট সদর থানা পুলিশ গাঁজাসহ ট্রাক চালক ও সহকারীকে আটক করেছে। রোববার (৯ ফেব্রুয়ারি) রাত ১১টায় সদর উপজেলার তিস্তা টোলপ্লাজা থেকে ঢাকা মেট্রো টি-২২-৮৫০৪ নম্বরের একটি পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে এ অভিযান চালানো হয়। ট্রাকটির মালিকানা স্থানীয় শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের বলে জানা গেছে।
গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ট্রাকটি আটক করলে বিশেষভাবে ডিজাইন করা বডির একটি ব্যাগে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন— চালক সবুজ মিয়া (৩২), পৌরসভার খোচাবাড়ি এলাকার বাসিন্দা, এবং সহকারী রাকিব হাসান (২০), শহরের হাড়িভাঙ্গা এলাকার বাসিন্দা। ট্রাকটি শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের বলে স্থানীয়রা শনাক্ত করলেও, তাঁর বিরুদ্ধে এখনো কোনো অভিযোগ আনা হয়নি।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটককৃতদের আদালতে সোপর্দ করে জেল হাজতে প্রেরণ করা হবে।’ তিনি আরও উল্লেখ করেন, ‘ট্রাকের মালিকের সম্পৃক্ততা তদন্তাধীন।’
মামলার তদন্তে জড়িত কর্মকর্তারা জানান, ট্রাকের রেজিস্ট্রেশন ও মালিকানার তথ্য যাচাই করা হচ্ছে। গাঁজার উৎস ও বাজারজাতকরণের নেটওয়ার্ক সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।
এলাকাবাসী শফিকুল ইসলাম বলেন, ‘রাজনৈতিক নেতাদের যানবাহন দিয়ে মাদক পাচার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় প্রশাসনের দুর্বলতা।’ অন্যদিকে, শ্রমিকলীগ নেতা বুলবুল আহমেদের অফিস থেকে বলা হয়েছে, ‘ট্রাকটি চালকের ব্যক্তিগত দায়িত্বে চলছিল। নেতার কোনো সম্পৃক্ততা নেই।’
মাদক পাচারে যানবাহন ব্যবহারের এ ঘটনায় প্রশ্ন উঠেছে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি ও রাজনৈতিক প্রভাব নিয়ে। তবে পুলিশ দাবি করেছে, ‘কোনো প্রভাবশালী চক্রকে রক্ষা করা হবে না।’
–সাব্বির হোসেন, লালমনিরহাট
–ON/SMA