লালমনিরহাটে গৃহবধূ হত্যা: স্বামী আলী হোসেন গ্রেফতার

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় গৃহবধূ জুই খাতুন (২২) হত্যার ঘটনায় অভিযুক্ত তার স্বামী আলী হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১৩। গত ৯ ফেব্রুয়ারি গভীর রাতে এক অভিযানে তাকে আটক করে হাতীবান্ধা থানায় হস্তান্তর করা হয়।
নিহতের পরিবার জানিয়েছে, দাম্পত্য জীবনে যৌতুকের দাবি নিয়ে বিরোধ চরমে ওঠে। ৩০ জানুয়ারি সন্ধ্যায় আলোচনার নামে জুইকে বাড়িতে ডেকে এনে হত্যা করা হয়। জুইয়ের ভাই জাহেদুল ইসলাম অভিযোগ করেন, ‘পুলিশ আমাদের না জানিয়ে ইউডি মামলা দিয়ে আসামিকে রক্ষার চেষ্টা করছে।’
হত্যাকাণ্ডের প্রতিবাদে ১ ফেব্রুয়ারি সকালে জুইয়ের পরিবার ও স্থানীয়রা লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক তিন ঘণ্টা অবরোধ করেন। প্রায় ৫০০ নারী-পুরুষের অংশগ্রহণে এ বিক্ষোভে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম মিয়া ও পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।
র্যাবের হাতে গ্রেফতারের পর পুলিশ জানায়, আলী হোসেনের বিরুদ্ধে হত্যার প্রমাণ পাওয়া গেছে। তবে নিহতের পরিবার এখনও দাবিতে অটল, ‘মামলাটি যেন যথাযথভাবে তদন্ত করা হয়।’
হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘আইনি প্রক্রিয়া দ্রুত এগোচ্ছে।’
স্থানীয় বাসিন্দা রহিমা বেগম বলেন, ‘যৌতুকের অভিশাপ থেকে মুক্তি চাই।’ যুব নেতা সাকিবুল ইসলাম বলেন, ‘শুধু গ্রেফতার নয়, দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এই গ্রেফতার স্থানীয়দের মধ্যে স্বস্তি এনেছে, তবে দ্রুত বিচার ও যৌতুকবিরোধী সচেতনতার দাবি আরও জোরালো হয়েছে। প্রশাসনের কার্যক্রম এবার কতটা কার্যকর হয়, তা সময়ই বলে দেবে।
–সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/SMA