নওগাঁর পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা, একটি আসন অপেক্ষমাণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ জেলার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে প্রার্থী ঘোষণা করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নওগাঁ জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব।
তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড রবিবার (৯ ফেব্রুয়ারি) নওগাঁর পাঁচটি আসনের প্রার্থী চূড়ান্ত করেছে। নওগাঁ-৩ আসনে এখনো প্রার্থী ঘোষণা হয়নি, তবে দ্রুতই তা করা হবে।
ঘোষিত প্রার্থীদের মধ্যে রয়েছেন—
🔹 নওগাঁ-১ (নিয়ামতপুর, পোরশা ও সাপাহার): জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যক্ষ মাহবুবুল হক। তিনি সাপাহার উপজেলার আল হেরা ইসলামি একাডেমি মাদ্রাসার অধ্যক্ষ।
🔹 নওগাঁ-২ (পত্নীতলা ও ধামইরহাট): জেলা জামায়াতের নায়েবে আমীর ইঞ্জিনিয়ার এনামুল হক। তাঁর বাড়ি ধামইরহাট উপজেলার ছাতুন কুড়ি গ্রামে।
🔹 নওগাঁ-৪ (মান্দা): জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব। তাঁর বাড়ি উপজেলার পশ্চিম নুরুল্ল্যাবাদ গ্রামে।
🔹 নওগাঁ-৫ (নওগাঁ সদর): জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট আ স ম সায়েম।
🔹 নওগাঁ-৬ (রাণীনগর ও আত্রাই): আত্রাই উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ খবিরুল ইসলাম।
জেলা জামায়াতের আমীর খন্দকার মুহাম্মদ আব্দুর রাকিব বলেন, ‘নওগাঁ-৩ আসনে এখনও প্রার্থী চূড়ান্ত হয়নি। মনোনয়ন বোর্ড পরীক্ষা-নিরীক্ষা করে আগামী দুই-এক দিনের মধ্যেই প্রার্থী ঘোষণা করবে।’
–আবু জাফর, পত্নীতলা
ON/SMA