নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

নীলফামারী সদরের টেলাপীর এলাকায় রেলক্রসিংয়ে ট্রেনে কাটা পড়ে রশিদুল ইসলাম (৩৪) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার সকালে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটি অভিমুখী (সীমান্ত এক্সপ্রেস) ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু ঘটে।
রশিদুল ইসলামের বাড়ি নীলফামারী সদরের কাদিখোল এলাকায়। তিনি ওই এলাকার মাহাবুব রহমানের ছেলে। জানা গেছে, রশিদুল আমেরিকান টোবাকো কোম্পানিতে কর্মরত ছিলেন।
সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, ‘লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।’
–রাকিবুল হাসান, নীলফামারী
ON/SMA