পিরোজপুরে জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের তিন প্রার্থী ঘোষণা

আগামী জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার তিনটি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই তথ্য নিশ্চিত করেছে জেলা জামায়াত।
৬ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৯টায় ভান্ডারিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও বরিশাল আঞ্চলিক টিম প্রধান অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল।
জানা গেছে, জামায়াতের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যদের মতামত নিয়ে পিরোজপুর-১ (পিরোজপুর সদর-ইন্দুরকানী ও নাজিরপুর) আসনে মাসুদ সাঈদী, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-নেছারাবাদ) আসনে শামীম সাঈদী এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে মঠবাড়িয়া জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল জলিলকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য ও বরিশাল বিভাগীয় আঞ্চলিক টিমের সদস্য মো. ফখরুদ্দিন খান রাযী, জামায়াতের পিরোজপুর জেলা আমীর অধ্যক্ষ তাফাজ্জাল হোসেন ফরিদ, নায়েবে আমির মাওলানা আ. রব, সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ জহিরুল হক, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা সিদ্দিকুল ইসলাম এবং সহকারী সেক্রেটারি জেনারেল মো. আব্দুর রাজ্জাক।
এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন, মঠবাড়িয়া জামায়াতের আমীর অধ্যক্ষ শলিফ আব্দুল জলিল, ভান্ডারিয়া জামায়াতের আমীর মাওলানা আমীর হোসেন, কাউখালী জামায়াতের আমীর মাওলানা নজরুল ইসলাম, নেছারাবাদ জামায়াতের আমীর আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
–মো. নাছির উদ্দিন, পিরোজপুর
ON/SMA