ঝালকাঠির গাভারামচন্দ্রপুরে কৃষকের পাশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা ঝালকাঠি সদর উপজেলার গাভারামচন্দ্রপুর ইউনিয়নে এক অসহায় কৃষকের ধান রোপণে সহযোগিতা করেছে। সংগঠনটির গাভারামচন্দ্রপুর ইউনিয়ন শাখার দায়িত্বশীলরা দলবদ্ধভাবে কৃষকের পাশে দাঁড়িয়ে ধানক্ষেতে চারা রোপণ করেন।
শীতের সকালে কোমর পানি ও কাদা মাটিতে নেমে তারা কৃষকের জমির চাষাবাদে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেন। এতে ওই কৃষক তার জমিতে ধান চাষের কাজে সহায়তা পান।
সংগঠনের এক দায়িত্বশীল বলেন, ‘আমরা সব সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। কৃষকরা আমাদের অন্ন যোগান দেন, তাই তাদের সহযোগিতা করা আমাদের দায়িত্ব।’
এ ধরনের সামাজিক কার্যক্রমের মাধ্যমে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা জনসেবামূলক কাজে নিজেদের সম্পৃক্ত রেখে মানবতার সেবা করে যাচ্ছে।
ইব্রাহীম খলিল, ঝালকাঠি সদর
ON/SMA