কালীগঞ্জে র্যাবের অভিযান, ৪ মাদক ব্যবসায়ী আটক, ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার

কালীগঞ্জ (৮ ফেব্রুয়ারি): র্যাবের পৃথক অভিযানে কালীগঞ্জ উপজেলার কাকিনা মহিপুর রোডে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৩৪৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে র্যাব-১৩ ব্যাটালিয়নের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কাকিনা মহিপুর রোডে অভিযান চালায়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার মদাতী ইউনিয়নের মৌজা শাখাতি এলাকার নয়ন ইসলাম (১৯), মোসলেম উদ্দিনের ছেলে বেলাল হোসেন (২২), বত্রিশ হাজারী এলাকার রাজু মিয়া (২৫) এবং আদিতমারী উপজেলার চন্দনপাট এলাকার ইমরান হাসান শাকিল (২২)।
র্যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) ফ্লাইট লেঃ সাইফুল্লাহ নাঈম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর ব্রিজের দক্ষিণ পাশে কাকিনা থেকে বুড়িরহাটগামী পাঁকা রাস্তায় অভিযান চালানো হয়। এই অভিযানে নয়ন ইসলামসহ আরও দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়, তারা ২৯৯ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল। একই সময় পূর্ব ইচলী গ্রামে একটি মোটরসাইকেল তল্লাশি করে ৪৭ বোতল ফেনসিডিলসহ ইমরান হাসান শাকিলকে আটক করা হয়।
আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
–সাব্বির হোসেন, লালমনিরহাট
–ON/SMA