লালমনিরহাটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের দ্বারা শেখ মুজিব ম্যুরাল ভাঙচুর

লালমনিরহাট জেলা পরিষদ, সরকারি কলেজের প্রশাসনিক ভবনের সামনে ও কালিগঞ্জ উপজেলায় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ভেঙে ফেলেন। এর আগে, বুধবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আন্দোলনকারীরা ম্যুরাল ভাঙার ঘোষণা দেন।
বৃহস্পতিবার বিকালে আন্দোলনকারীরা হাতুড়ি, রড এবং খুন্তি ব্যবহার করে ম্যুরালটি ভাঙচুর করেন। পরে, সরকারি কলেজে থাকা আরও একটি ম্যুরাল বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়। এ খবর ছড়িয়ে পড়ার পর, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় আরও একটি শেখ মুজিবুর রহমানের ম্যুরাল বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়।
এ সময়, উপজেলা পরিষদের সামনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অবস্থান নেন এবং স্লোগান দিতে থাকেন। তারা তাদের বক্তব্যে ম্যুরাল ভাঙার কারণ ব্যাখ্যা করেন।
— সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/SMA