ভূঞাপুরে নসিমনের ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

টাঙ্গাইলের ভূঞাপুরে বাঁশবোঝাই নসিমনের ধাক্কায় মো. হুজাইফা আলিফ (১২) নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ভূঞাপুর-গোবিন্দাসী আঞ্চলিক মহাসড়কের বাগবাড়ি মনির চেয়ারম্যানের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হুজাইফা আলিফ উপজেলার ভাদুরীচর পশ্চিমপাড়া গ্রামের এখলাছ মিয়ার ছেলে এবং শালদাইর হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভূঞাপুর দিক থেকে একটি বাঁশবোঝাই নসিমন আসছিল এবং গোবিন্দাসী বাজার থেকে বাইসাইকেল চালিয়ে বাড়ির দিকে ফিরছিল আলিফ। পথিমধ্যে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সাইকেলের সঙ্গে সংঘর্ষ হলে গুরুতর আহত হয় আলিফ। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পুলিশ নসিমনটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’
–সাজেদুল ইসলাম, ভূঞাপুর
–ON/SMA