ছাত্রশিবির মৌলভীবাজারে বর্ণাঢ্য র্যালির মাধ্যমে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজার শহর শাখা ছাত্রশিবির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারী) সকালে একটি বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। র্যালিটি মৌলভীবাজার কেন্দ্রীয় শহিদ মিনার থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পয়েন্ট প্রদক্ষিণ করে সেন্ট্রাল রোড পয়েন্টে এসে সমবেত হয়।
র্যালির আয়োজনে উপস্থিত ছিলেন শহর শাখার সেক্রেটারী কাজী দাইয়ান আহমদ, যিনি র্যালি পরিচালনা করেন, এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি তারেক আজিজ। সমাবেশ শেষে মৌলভীবাজার জেলা সভাপতি নাজিম উদ্দীন, সাবেক সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী ও সাবেক শহর মাদ্রাসা সম্পাদক দেওয়ান আশিক আল রশিদ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
১৯৭৭ সালের ৬ ফেব্রুয়ারী ঢাকার কেন্দ্রীয় জামে মসজিদে ছয়জন সদস্য নিয়ে ছাত্রশিবিরের পথচলা শুরু হয়। দীর্ঘ পথচলায় ছাত্রশিবির অনেক নির্যাতনের শিকার হয়, এমনকি স্বৈরাচারী সরকারের শেষ সময়ে ছাত্রশিবিরকে নিষিদ্ধ করা হয়। তারা জানতো যে, ছাত্রশিবির থাকলে আওয়ামী লীগ তার অস্তিত্ব টিকিয়ে রাখতে পারবে না।
ছাত্রশিবিরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহর শাখার সভাপতি তারেক আজিজ বলেন, ‘ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠনের এলান, যার উদ্দেশ্য একজন ছাত্রকে সৎ, দক্ষ এবং দেশপ্রেমিক নাগরিক হিসেবে তৈরি করা। ছাত্রশিবির প্রতিষ্ঠার পর থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করছে।’ তিনি আরও বলেন, ‘যারা সন্ত্রাস, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও দখলদারিত্বের সাথে জড়িত, তাদেরকে শক্ত হাতে প্রতিরোধ করার আহ্বান জানাই।’
কামরান, মৌলভীবাজার
ON/SMA