নোবিপ্রবিতে ১০০০ কপি কুরআন বিতরণ: দাওয়াহ সার্কেল এর উদ্যোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ছাত্রদের মাঝে ১০০০ কপি পবিত্র কুরআন বিতরণ করা হয়েছে। গতকাল, নোবিপ্রবি দাওয়াহ সার্কেল কর্তৃক এই কার্যক্রম পরিচালনা করা হয়।
এর আগে, নোবিপ্রবি দাওয়াহ সার্কেল কুরআন ফেস্টিভ্যাল ২০২৫ আয়োজনের ঘোষণা দেয়। ফেস্টিভ্যালে কুরআন অলিম্পিয়াড, ইসলামিক বিতর্ক প্রতিযোগিতা এবং ক্যালিগ্রাফি প্রদর্শনীর মতো ইভেন্ট ছিল। সারাদিনের ইভেন্ট শেষে, প্রত্যেক প্রতিযোগীর হাতে ১ কপি করে কুরআন উপহার হিসেবে দেওয়া হয়।
উক্ত অনুষ্ঠানে আলোচক এবং মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হাফেজ ড. মুনির উদ্দীন আহমেদ এবং বিশিষ্ট ইসলামিক স্কলার প্রফেসর মোখতার আহমেদ।
নোবিপ্রবি দাওয়াহ সার্কেল জানায়, ‘কুরআনের জ্ঞানের আলো ছড়িয়ে দিতে এবং ইসলামের কল্যাণে আমরা ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজ করতে চাই, ইনশাআল্লাহ।’
মোঃ আকবার, নোয়াখালী
ON/SMA