মধ্যরাতে নোবিপ্রবিতে হলের নাম পরিবর্তন: ‘বিজয় ২৪’

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) আবদুল মালেক উকিল হলের নাম পরিবর্তন করে ‘বিজয় ২৪’ রাখা হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে বিক্ষুব্ধ ছাত্ররা বিক্ষোভ ও আগুন জ্বালানোর পর এ নাম পরিবর্তন করা হয়।
জানা গেছে, এর আগে শিক্ষার্থীরা হলের নাম পরিবর্তনের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি জমা দেন। তবে প্রশাসন থেকে কোনো উদ্যোগ না নেওয়ায় শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। আন্দোলন চলাকালে তারা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন এবং পরে হলের নতুন নামকরণ করেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। তবে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে অনড় থাকায় বিষয়টি নিয়ে প্রশাসনের মধ্যে আলোচনা চলছে বলে জানা গেছে।
–মোঃ আকবর, নোয়াখালী
ON/SMA