মায়ের সঙ্গে বাকবিতণ্ডা, অভিমানে প্রাণ দিলেন প্রবাসীর স্ত্রী

বরিশালের কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া গ্রামে মায়ের সঙ্গে অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন মিম আক্তার (২৮)। নিহত মিম সৌদি প্রবাসী আলামিনের স্ত্রী এবং দুই সন্তানের জননী।
বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে মায়ের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ক্ষোভে মিম কীটনাশক পান করেন। পরে পরিবারের সদস্যরা তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তবে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মর্মান্তিক এ ঘটনায় পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পাভেজ হাওলাদার, বরিশাল
ON/SMA