গোবিন্দগঞ্জে বিএনপি নেতা ফিরোজের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ২নং কাটাবাড়ী ইউনিয়নের বিএনপি নেতা ফিরোজ কবিরের বিরুদ্ধে প্রতিপক্ষের ‘মিথ্যা’ এসিড নিক্ষেপ মামলার কারণে কেন্দ্রীয়ভাবে দেওয়া বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে বিএনপি নেতাকর্মীরা।
মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক সড়কের বাগদা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিয়নের ৯টি ওয়ার্ডের শত শত বিএনপি নেতাকর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ফিরোজ কবিরের কারণে আমরা কাটাবাড়ী ইউনিয়নে নিরাপদে আছি। অবিলম্বে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করতে হবে।’
মানববন্ধনে বক্তব্য রাখেন কাটাবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি তাজুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হামিদ প্রামানিক, কাটাবাড়ী ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাবেক যুগ্ম আহ্বায়ক খসরু মাহমুদ, গাইবান্ধা জেলা ছাত্রদলের পাঠাগার বিষয়ক সম্পাদক ও গোবিন্দগঞ্জ উপজেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক বাদশা আকন্দ, জেলা ছাত্রদলের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আতিক হাসান সজীব, কাটাবাড়ী ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি মিনহাজুর রহমান মিন্টু, কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নয়ন ইসলাম নবাব, কাটাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদ, ছাত্রদল নেতা শান্তসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা।
—জোবাইদুর রহমান (সাগর), গোবিন্দগঞ্জ
ON/SMA