রাজাপুরে মৎস্যজীবীদের মাঝে বিকল্প কর্মসংস্থানে বকনা বাছুর বিতরণ

ঝালকাঠির রাজাপুরে ২০২৪-২৫ অর্থবছরে ‘দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প’-এর আওতায় মৎস্যজীবীদের জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বকনা বাছুর বিতরণ করা হয়েছে।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজাপুর উপজেলা চত্বরে ৩৫ জন মৎস্যজীবীর মাঝে এ বাছুর বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহুল চন্দ্র, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহ, উপজেলা মৎস্য কর্মকর্তা গৌতম মন্ডল, উপজেলা কৃষি কর্মকর্তা মোসা. শাহিদা শারমিন আফরোজ এবং রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।
উল্লেখ্য, এ প্রকল্পের আওতায় মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন ও বিকল্প আয়ের সুযোগ সৃষ্টির লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
–মো. মাহিন খান, ঝালকাঠি
ON/SMA