শরীয়তপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নড়িয়া প্রেসক্লাবের মানববন্ধন
শরীয়তপুরে দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজনসহ চার সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে নড়িয়া উপজেলা প্রেসক্লাব। বুধবার সকাল ১১টায় উপজেলা চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশ নেন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি মো. নুরুল আমিন রবিন, সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইসরাফিল, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি এসএম শাকিল, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আব্দুল খালেক ইমন পেদা, বাংলা টেলিভিশনের জেলা প্রতিনিধি নয়ন দাস, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জামাল হোসেন, নিউজ ২৪-এর জেলা প্রতিনিধি বিধান মজুমদার, দেশ টেলিভিশনের জেলা প্রতিনিধি আকাশ আহমেদ, সংবাদ দিগন্ত পত্রিকার স্টাফ রিপোর্টার নুরে আলম হাওলাদার, দৈনিক আমার দেশের উপজেলা প্রতিনিধি মাহবুব আলম, দৈনিক বাংলার উপজেলা প্রতিনিধি মো. জাহাঙ্গীর আলম, দৈনিক যায়যায় দিনের উপজেলা প্রতিনিধি গোলাম রাব্বি, দৈনিক বাংলাদেশ সমাচারের উপজেলা প্রতিনিধি জিয়াউল হক টিটু, দৈনিক গণমুক্তির উপজেলা প্রতিনিধি সোহাগ খাকি প্রমুখ।
হামলার পটভূমি: গত সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে চার সাংবাদিকের ওপর হামলা চালানো হয়। এ ঘটনায় গুরুতর আহত হন দৈনিক সমকালের জেলা প্রতিনিধি সোহাগ খান সুজন। তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্য তিন সাংবাদিক প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল থেকে বাসায় ফিরে যান।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, একদিন আগে (২ ফেব্রুয়ারি) শরীয়তপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার কাজী মোহাম্মদ ইলিয়াস এক রোগীর ব্যবস্থাপত্র ছুড়ে ফেলেন। এ ঘটনার সংবাদ প্রকাশের পর ক্লিনিক ব্যবসায়ী নুরুজ্জামান শেখ ওই চিকিৎসকের পক্ষ নিয়ে সাংবাদিকদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এর জের ধরে পরদিন (৩ ফেব্রুয়ারি) দুপুরে সোহাগ খান সুজন তার ব্যক্তিগত অফিসে যাওয়ার পথে নুরুজ্জামান শেখ, তার ভাই শামীম শেখসহ ১০-১২ জন সন্ত্রাসী ছুরি, হাতুড়িসহ দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।
এসময় নিউজ ২৪-এর প্রতিনিধি বিধান মজুমদার, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ তাকে বাঁচাতে গেলে তাদের ওপরও হামলা করা হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে সোহাগ খান সুজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মানববন্ধনে সাংবাদিকদের প্রতিবাদ: মানববন্ধনে শরীয়তপুর চ্যানেল ২৪-এর প্রতিনিধি মো. নুরুল আমিন রবিন বলেন, ‘ঘটনার ৪৮ ঘণ্টা পেরিয়ে গেলেও প্রশাসন এখনো অপরাধীদের আটক করতে পারেনি। তারা একজন সাংবাদিককে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। যদি দ্রুত অপরাধীদের গ্রেপ্তার না করা হয়, তাহলে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।’
সময় টেলিভিশনের জেলা প্রতিনিধি বিএম ইসরাফিল বলেন, ‘সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই। যদি সাংবাদিকরা নিরাপদ না থাকে, তাহলে স্বাধীন সাংবাদিকতা কঠিন হয়ে পড়বে। আমি চাই, দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনা হোক।’
নড়িয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল খালেক ইমন পেদা বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।’
আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি মো. জামাল হোসেন বলেন, ‘বাংলাদেশের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করতে পারছে না। হামলাকারীদের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে, না হলে দেশের গণমাধ্যম অচিরেই সংকটে পড়বে।’
–মো. জামাল হোসেন, শরীয়তপুর
ON/SMA