নলছিটিতে কেক কেটে যুগান্তরের রজতজয়ন্তী উদযাপন

ঝালকাঠির নলছিটিতে দেশের শীর্ষস্থানীয় দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী (২৫ বছর) উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় নলছিটি প্রেস ক্লাবে কেক কেটে ও আলোচনা সভার মাধ্যমে এ উৎসব পালিত হয়। স্বজন সমাবেশ ও যুগান্তরের নলছিটি প্রতিনিধি মো. এনায়েত করিমের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন নলছিটি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম।
সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আনিসুর রহমান খান হেলাল, সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা (সেলিম), পৌর বিএনপির সাধারণ সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নলছিটি উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা শাহ জালাল হোসেন, নলছিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি কে. এম. সবুজ প্রমুখ।
এছাড়া, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক সৈয়দ এম. এ. সালাম, নলছিটি প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক কায়কোবাদ তুপন, দপ্তর সম্পাদক সাইদুল কবির রানা, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম পলাশ, সাবেক সভাপতি আ. কুদ্দুস তালুকদার, সাবেক সাধারণ সম্পাদক খলিলুর রহমান মৃধাসহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্য ও স্বজন সমাবেশের নেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা দৈনিক যুগান্তরের বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার প্রশংসা করেন এবং পত্রিকাটির আরও অগ্রগতির জন্য শুভ কামনা জানান। সভা শেষে যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন নলছিটি ইসলামিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. বাহাউদ্দিন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নলছিটি প্রেস ক্লাবের সহ-সভাপতি ও দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শিক্ষক মিলন কান্তি দাস।
—-ইব্রাহীম খলিল, ঝালকাঠি
ON/SMA