পিরোজপুরে বন কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে ট্রাক শ্রমিকদের মানববন্ধন

পিরোজপুরের টাউন ক্লাবের সামনে বন বিভাগের কর্মকর্তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে মানববন্ধন করেছেন ট্রাক চালক ও শ্রমিকরা। তাদের অভিযোগ, পিরোজপুর রেঞ্জ কর্মকর্তা মহসিন ট্রাকে কাঠ বোঝাই করে আনার পর সেগুলো আটকিয়ে প্রতিটি গাড়ি থেকে তিন হাজার টাকা চাঁদা আদায় করেন। টাকা দিতে অস্বীকার করলে তিনি চালকদের জেল-জরিমানার ভয় দেখান এবং বন বিভাগ অফিসে নিয়ে গিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
ট্রাক চালকরা জানান, ‘প্রতিটি ট্রাকে তিন হাজার টাকা না দিলে আমাদের ওপর নির্যাতন করা হয় এবং জেল-জরিমানার হুমকি দেওয়া হয়। আমরা এই নির্যাতন সহ্য করতে না পেরে মানববন্ধন করছি। প্রতিনিয়ত আমাদের সঙ্গে এ ধরনের হয়রানি চলছে।’
তারা আরও অভিযোগ করেন, বন কর্মকর্তাদের নির্দেশে সিও অফিস মোড় ও পুরান স্ট্যান্ড এলাকায় চাঁদা তোলার জন্য ৮-১০ জন লোক নিয়মিত অবস্থান করেন। এ চাঁদাবাজির সঙ্গে বন কর্মকর্তা মহসিন, জহুরুল, রনি ও আবু সালেহ জড়িত বলে তারা দাবি করেন।
মানববন্ধনে বক্তব্য দেন ছাত্রদল নেতা কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক মো. শাহরিয়ার সাগর, ছাত্রদল নেতা রনি ও আরও অনেকে। বক্তারা প্রশাসনের কাছে এসব চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এ বিষয়ে বন কর্মকর্তা মহসিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে অফিসে পাওয়া যায়নি। অন্যদিকে, জহুরুলের মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে তিনি কল রিসিভ করেননি।
–নাসির উদ্দিন, পিরোজপুর
–ON/SMA