ডোমারে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ তিনজন গ্রেফতার

নীলফামারীর ডোমারে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল (রাত ৮:৩০) ডোমার বাইপাস রেলগেট সংলগ্ন হাইওয়ে পাকা রাস্তার উপর থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—মুন আহমেদ (২৭), পিতা: অলিয়ার রহমান; স্বপন ইসলাম (২৫), পিতা: খয়রুল ইসলাম; এবং ফরহাদ হোসেন (৩০), পিতা: মো. হামিদুর রহমান। তাদের সবার বাড়ি নীলফামারী সদর উপজেলার চিকনমাটি এলাকায়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডোমারের বাইপাস এলাকা থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করা হয়। আজ তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’
–রাকিবুল হাসান, নীলফামারী
–ON/SMA