আওয়ামী লীগের লিফলেট বিতরণ বিতর্ক: সহকারী অধ্যাপক মুকিব মিয়া আটক

ঢাকা থেকে সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়াকে আটক করেছে ডিবি পুলিশ। তিনি লালমনিরহাটের পাটগ্রামের ওই কলেজে কর্মরত ছিলেন। গত সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) ডেপুটি রেজিস্ট্রার ইলিয়াসুর রহমানের বাসা থেকে তাঁকে আটক করা হয়।
সম্প্রতি জাতীয় প্রেস ক্লাবের সামনে আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে মুকিব মিয়া বিতর্কের জন্ম দেন। তাঁর দাবি, এটি ছিল তাঁর নাগরিক অধিকার এবং তিনি চাকরিবিধি লঙ্ঘন করেননি। তবে তাঁর এ কার্যক্রম নিয়ে শিক্ষাঙ্গনে সমালোচনা শুরু হয়।
মুকিব মিয়া ছাত্রলীগের সোহাগ-নাজমুল কমিটির গণশিক্ষাবিষয়ক সম্পাদক ছিলেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী। তাঁর আটকের খবর ছড়িয়ে পড়ার পর শেকৃবি ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মুকিব মিয়ার আশ্রয়দাতা ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে বিচার দাবিতে মিছিল ও আন্দোলন শুরু করে।
শেকৃবির উপাচার্য অধ্যাপক আব্দুল লতিফ বলেছেন, ‘আমরা দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করব এবং সিন্ডিকেট মিটিংয়ের জন্য অপেক্ষা করছি।’
এদিকে, মুকিব মিয়ার আটকের ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মধ্যেও মতভেদ দেখা দিয়েছে। একইসঙ্গে, ক্যাম্পাসে রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
সাব্বির হোসেন ,লালমনিরহাট
ON/SMA