ইতালি যেতে নৌকাডুবি: মাদারীপুরের ১০ যুবকের মৃত্যু, স্বজনদের আহাজারি

ভূমধ্যসাগরে অবৈধভাবে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে নিহত ২৩ জনের মধ্যে মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জনের পরিচয় পাওয়া গেছে। সোমবার সকালে তাদের মৃত্যুর খবর পৌঁছালে স্বজনদের মাঝে শোকের মাতম শুরু হয়। এই ঘটনায় জড়িত দালালদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী ও স্বজনরা। পুলিশ জানিয়েছে, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে, এবং নিহতদের লাশ দেশে ফেরাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে জেলা প্রশাসন।
নিহতদের পরিবার সূত্রে জানা যায়, দালালদের প্রলোভনে পড়ে গত ১ জানুয়ারি মাদারীপুরের রাজৈর উপজেলার পশ্চিম স্বরমঙ্গল গ্রামের চা বিক্রেতা হাসান হাওলাদারের ছেলে টিটু হাওলাদার এবং তার মামা গোবিন্দপুরের আবুল বাশার আকন ইতালির উদ্দেশ্যে রওনা দেন। গত ২৪ জানুয়ারি লিবিয়া থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় যাত্রা করলে মাঝপথে ভূমধ্যসাগরে সেটি ডুবে যায়। এতে প্রাণ হারান মামা-ভাগ্নেসহ ২৩ জন।
মাদারীপুরের রাজৈর উপজেলার ১০ জনসহ ২৩ জনের মরদেহ উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। নিহতদের মধ্যে আছেন পশ্চিম স্বরমঙ্গল গ্রামের টিটু হাওলাদার, গোবিন্দপুরের আবুল বাশার আকন, সুন্দিকুড়ি গ্রামের নীল রতন বাড়ৈ, সাগর বাড়ৈ, মহেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে সাগর বিশ্বাস, গোবিন্দপুরের ইনসান শেখ ও আশিষ কীর্ত্তনীয়া, বৌলগ্রামের অমল কীর্ত্তনীয়া, অনুপ সরদার, শাখারপাড় গ্রামের সজিব মোল্লা এবং সাতবাড়িয়ার রাজীব। তাদের সবার বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
নিহত আবুল বাশারের বাবা আক্কাস আলী আকন বলেন, ‘মনির হাওলাদার ও স্বপন মজুমদার এই দুই দালাল আমার ছেলেকে ইতালি পাঠানোর কথা বলে ২৮ লাখ টাকা নিয়েছে। কিন্তু আমার ছেলে আর ফিরল না। এই দালালদের কঠোর বিচার চাই।’
টিটু হাওলাদারের চাচাতো ভাই রেজাউল হাওলাদার বলেন, ‘দালালরা লোভ দেখিয়ে আমার ভাইকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। আমরা চাই, দালালদের কঠোর শাস্তি হোক এবং সরকারের কাছে অনুরোধ করছি, যেন আমার ভাইয়ের মরদেহ দেশে ফিরিয়ে আনা হয়।’
মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান বলেন, ‘ইতালি যেতে গিয়ে লিবিয়ায় রাজৈর উপজেলার ১০ যুবকের মৃত্যু হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। নিহতদের পরিবার থেকে লিখিত অভিযোগ পেলে দালালদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিনিয়ত ওয়ারেন্টভুক্ত দালালদের গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হচ্ছে।’
মাদারীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহ্ মোহাম্মদ সজীব বলেন, ‘নিহতদের লাশ দেশে ফিরিয়ে আনতে দূতাবাসের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
–ইসমাইল খান হৃদয় , মাদারীপুর,
ON/SMA