হাতীবান্ধায় বিএনপি কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ, ছাত্রলীগের সাবেক নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের হাতীবান্ধায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সিন্দুর্না ইউনিয়নের পাঠান বাড়ি এলাকা থেকে ফাহিম শাহরিয়ার খান জিহানকে আটক করা হয়। হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার হওয়া ফাহিম শাহরিয়ার খান জিহান হাতীবান্ধা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি সরওয়ার হায়াত খানের ছেলে।
ওসি মাহমুদুন নবী জানান, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার ভিত্তিতে ফাহিম শাহরিয়ার খান জিহানকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি আরও জানান, সোমবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।
প্রসঙ্গত, লালমনিরহাট শহরের মিশন মোড় এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে, যা স্থানীয় প্রশাসনের নজরে আসে।
–সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/SMA