
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার মধ্য গড্ডিমারী হাটখোলা এলাকায় সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইদ্রিস আলী (১৩) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২ ফেব্রুয়ারি) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইদ্রিস আলী মধ্য গড্ডিমারী এলাকার মোহাম্মদ আলীর ছেলে এবং গড্ডিমারী উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো বাড়ির বিদ্যুৎ লাইন থেকে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয় ইদ্রিস। স্থানীয়রা দ্রুত তাকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন্নবী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে একজন সহকারী উপ-পরিদর্শক (এসআই) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, ‘এই ধরনের দুর্ঘটনা রোধে স্থানীয়দের সচেতনতা বাড়ানো প্রয়োজন।’
এ দুর্ঘটনা এলাকাবাসীর মনে শোকের ছায়া নেমে এনেছে। স্থানীয়রা বিদ্যুৎ ব্যবহারের ক্ষেত্রে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।
সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/SMA