লিফলেট বিতরণ করে বিতর্কে ৩১তম ব্যাচের কর্মকর্তা মুকিব মিয়া

৩১তম ব্যাচের কর্মকর্তা ও লালমনিরহাটের পাটগ্রামের সরকারি জসমুদ্দিন কাজী আব্দুল গণি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মুকিব মিয়া রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে লিফলেট বিতরণ করায় বিতর্কের সৃষ্টি হয়েছে। শনিবার সকালে অন্তর্বর্তী সরকারের পদত্যাগ দাবিতে তিনি এ লিফলেট বিতরণ করেন।
এ ঘটনার পর তিনি নিজের ফেসবুক পেজে ছবিসহ বিভিন্ন লেখা পোস্ট করেন, যা সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগের ভিত্তিতে তদন্তের মুখে পড়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে এবং বিধিমালার ৩(খ) ধারা অনুযায়ী ১০ দিনের মধ্যে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিয়েছে।
তবে মুকিব মিয়া দাবি করেছেন, তিনি কোনো চাকরিবিধি লঙ্ঘন করেননি। তাঁর ভাষায়, ‘ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সংবিধান লঙ্ঘন করছে, এর প্রতিবাদ করার অধিকার আমার আছে।’
মুকিব মিয়ার রাজনৈতিক সম্পৃক্ততা নিয়েও আলোচনা উঠেছে। তিনি আওয়ামী লীগের সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সময়ে দলীয় কর্মসূচিতে অংশ নিয়েছেন। তবে সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বিধিবহির্ভূত। তিনি বর্তমানে অসুস্থতাজনিত ছুটিতে রয়েছেন বলে দাবি করলেও এখন পর্যন্ত চিকিৎসাসংক্রান্ত কোনো প্রমাণপত্র জমা দেননি।
এই ঘটনায় শিক্ষক সমাজের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ মনে করছেন, সরকারি চাকরিজীবীদের রাজনৈতিক নিরপেক্ষতা নীতির বিষয়টি আরও গভীরভাবে পর্যালোচনা করা উচিত।
–সাব্বির হোসেন, লালমনিরহাট
ON/SMA