লালমনিরহাটে পুলিশের মাদকবিরোধী অভিযান: ২৩৪ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার ৩

লালমনিরহাট জেলা পুলিশের গোয়েন্দা শাখা ও গোড়ল পুলিশ তদন্ত কেন্দ্রের যৌথ মাদকবিরোধী অভিযানে ২৩৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। অভিযানে তিনজন মাদক কারবারীকেও আটক করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
প্রথম অভিযানটি পরিচালিত হয় আদিতমারী থানাধীন সাপ্টিবাড়ী ইউনিয়নের খাতাপাড়া মৌজায়। সেখানে একটি নীল ও হলুদ রঙের পিকআপ তল্লাশি চালিয়ে মোঃ রোকন উদ্দিন ও মোঃ শাহিনকে ১৩০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।
দ্বিতীয় অভিযানটি পরিচালিত হয় কালীগঞ্জ থানাধীন মালগাড়া মৌজায়। এ সময় মোঃ শরিফুল ইসলামকে ১০৪ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, ধৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে বলেন, ‘মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য সকলকে একযোগে কাজ করতে হবে। মাদকবিরোধী সংগ্রামে পুলিশের পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য। মাদককে না বলুন, মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন।’
পুলিশ সাধারণ জনগণকে মাদকের বিরুদ্ধে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে এবং অপরাধ দমনে তথ্য দিয়ে সহায়তা করার অনুরোধ করেছে।
– প্রতিবেদক, লালমনিরহাট
ON/SMA