গোবিন্দগঞ্জে ব্রিজ ও সড়ক নির্মাণে দূর হলো পাঁচ হাজার মানুষের ভোগান্তি

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ২০২৩-২৪ অর্থবছরে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় দরবস্ত ইউনিয়নের বিশ্বনাথপুর এলাকায় ১২ মিটার দৈর্ঘ্যের একটি সেতু ও সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। নতুন এই ব্রিজ ও সড়ক নির্মাণের ফলে তালুকরহিমাপুর, বিশ্বনাথপুর ও চরপাড়া গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়েছে।
জানা গেছে, গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মিত এই ব্রিজের কাজ বাস্তবায়নের জন্য ঠিকাদার হিসেবে নিয়োগ পান গোবিন্দগঞ্জের রফিকুল ইসলাম রফিক। সম্প্রতি ব্রিজ ও সংযোগ সড়কের কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়দের যাতায়াত সুবিধা অনেক বেড়েছে।
দরবস্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান দুলু বলেন, ‘নতুন ব্রিজ ও সড়ক নির্মাণ হওয়ায় এলাকার মানুষ দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পেয়েছে। বিশেষ করে বর্ষার সময় নৌকাই ছিল তাদের একমাত্র ভরসা। এখন স্কুল-কলেজগামী শিক্ষার্থী, রোগী পরিবহন এবং কৃষিপণ্য বাজারজাতকরণে এটি যুগান্তকারী ভূমিকা রাখবে।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিন্দার আলী জানান, ‘সরকারি খাস খতিয়ানভুক্ত জায়গার ওপরই ব্রিজ ও সংযোগ সড়ক নির্মাণ করা হয়েছে। কারও ব্যক্তিগত জমি দখল করা হয়নি। বর্তমানে ব্রিজটি দিয়ে সাধারণ জনগণের পাশাপাশি বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করছে।’
এছাড়া কাইয়াগঞ্জে করতোয়া নদীর ওপর নির্মাণাধীন ব্রিজটি সম্পন্ন হলে দরবস্ত ইউনিয়নের চক রহিমাপুরসহ আশপাশের কয়েকটি গ্রামের সঙ্গে সংযোগ সহজ হবে। এতে যাতায়াতের সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে এবং এলাকাবাসীর দীর্ঘ ১০০ বছরের দাবির বাস্তবায়ন হবে বলে মনে করছেন স্থানীয়রা।
– জোবাইদুর রহমান (সাগর), গাইবান্ধা
ON/SMA