সাত বছরে প্রথমবার ফুটল পুট্রিসিয়া নামে পরিচিত ‘লাশ ফুল’

–সিডনির রয়েল বোটানিক গার্ডেনে ফোটা পুট্রিসিয়া নামে পরিচিত ‘লাশ ফুল’
সাত থেকে দশ বছর পর প্রাকৃতিকভাবে ফুটল পুট্রিসিয়া নামে পরিচিত “লাশ ফুল” যা বর্তমানে বোটানিক্যাল গার্ডেনের প্রধান আকর্ষণ। গত এক সপ্তাহে প্রায় ২০ হাজার দর্শনার্থী গাছটির পাশে দাঁড়িয়ে সময় কাটিয়েছেন। পুট্রিসিয়ার প্রতি এ অনুরাগীদের অনেকেই নিজেদের পরিচয় দেন ‘পুট্রিশিয়ান’ নামে।
বোটানিক্যাল গার্ডেন কর্তৃপক্ষ বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। এটি সাজানো হয় লাল গালিচা ও ভেলভেট দড়ি দিয়ে, যার ধারণা নেওয়া হয়েছে কুইন ভিক্টোরিয়ার অন্ত্যেষ্টিক্রিয়া এবং ডেভিড লিঞ্চের সিনেমা থেকে।
বাগানের মুখপাত্র সোফি ড্যানিয়েল জানান, পুট্রিসিয়া খুবই ধীর গতিতে বিকশিত হয় এবং নিজের পরাগায়ন করতে পারে না। তাই প্রাকৃতিকভাবে বংশবৃদ্ধি করা একটি বড় চ্যালেঞ্জ।
সাত বছর আগে বাগানে আনা পুট্রিসিয়ার উচ্চতা প্রথমে ছিল মাত্র ২৫ সেন্টিমিটার। ডিসেম্বরে এটি দ্রুত বৃদ্ধি পেতে শুরু করে। বৃহস্পতিবার এর উচ্চতা দাঁড়ায় ১.৬ মিটার এবং এর পুষ্পমঞ্জরি উন্মোচিত হয়।
পুষ্পমঞ্জরি ফোটার পর দর্শনার্থীদের ভিড় সামলাতে কর্তৃপক্ষকে বাধা আরোপ করতে হয়েছে। অনেকে ফুলের কাছে গিয়ে ছবি তুলতে চেয়েছেন, কেউবা ফুলের ঘ্রাণ নিয়েছেন। এমনকি এক তরুণী পুট্রিসিয়ার সামনে মাথা নত করে অভিবাদনও জানিয়েছেন।
ON/SMA