ফুলবাড়ীতে ১৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫ কেজি গাঁজাসহ শফিকুল ইসলাম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১০ জানুয়ারি) দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের খেজুরেরতল এলাকায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম উপজেলার রওশন শিমুলবাড়ী গ্রামের মৃত কাচু মামুদের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানা পুলিশের একটি টিম অভিযানে নামে। অভিযানের সময় অটোরিকশায় গাঁজা পরিবহনের অভিযোগে তাকে হাতেনাতে আটক করা হয়। জব্দ করা গাঁজার পরিমাণ প্রায় ১৫ কেজি।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ বলেন, ‘গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।’
স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশের এই সফল অভিযানের প্রশংসা করেছেন। তাদের মতে, মাদকবিরোধী এই ধরনের কার্যক্রম এলাকায় মাদক নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখবে।
– জাহিদ খান, কুড়িগ্রাম
-ON/SMA