বরিশালে ওপেন হাউজ ডে: জনগণের সমস্যার সমাধানে কমিশনারের প্রতিশ্রুতি

গতকাল ১০ জানুয়ারি ২০২৫ খ্রিঃ সকাল ১০.৩০ টায় বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) এয়ারপোর্ট থানায় ওপেন হাউজ ডে’র আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমপি’র মান্যবর কমিশনার মোঃ শফিকুল ইসলাম। ভুক্তভোগী জনসাধারণ এ সময় তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। প্রধান অতিথি ভুক্তভোগীদের উত্থাপিত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসব নির্দেশনার বাস্তবায়ন আগামী মাসে অনুষ্ঠিতব্য ওপেন হাউজ ডে’তে সর্বসাধারণের সামনে পর্যালোচনা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (উত্তর) ও এসপি (পদোন্নতিপ্রাপ্ত) রুনা লায়লা। এ ছাড়া উপস্থিত ছিলেন সহকারী পুলিশ কমিশনার (এয়ারপোর্ট) মোঃ মশিউর রহমান, এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির শিকদার, থানার অন্যান্য অফিসার-ফোর্স, জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রধান অতিথি মোঃ শফিকুল ইসলাম বলেন, ‘পুলিশের মূল লক্ষ্য জনসেবার মান বৃদ্ধি করা। ওপেন হাউজ ডে জনগণের সঙ্গে সরাসরি মতবিনিময়ের একটি গুরুত্বপূর্ণ মঞ্চ, যা জনগণের সমস্যাগুলো নিরসনে কার্যকর ভূমিকা রাখে।’
কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দ এবং সেবা প্রত্যাশীরা পুলিশের এই উদ্যোগের প্রশংসা করেন এবং তাদের সমস্যাগুলো সরাসরি তুলে ধরার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।
-প্রতিবেদক
-ON/SMA