মহাকাশ গবেষণায় আগ্রহী বাংলাদেশি তরুণরা নিলেন ভিন্ন এক অভিজ্ঞতা

মহাকাশবিজ্ঞান, রোবোটিকস আর স্টেম শিক্ষায় ক্যারিয়ার গড়তে আগ্রহী তরুণরা এবার বিজয় দিবসে সাক্ষাৎ পেলেন মহাকাশ গবেষণা সংস্থা নাসার প্রধান নভোচারী জোসেফ এম আকাবার। তার কাছ থেকে এক ভিন্ন অভিজ্ঞতা নেয়ার সুযোগ পেলেন তরুণরা।
সোমবার (১৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বেসিসি অডিটোরিয়ামে নাসার প্রধান নভোচারী মুখোমুখী হন তরুণ গবেষকসহ নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ বাংলাদেশ পর্বে অংশগ্রহণকারী, মেন্টরস ও বিচারকদের।
এ সময় তাদের সামনে তুলে ধরেন মহাকাশযাত্রার অভিজ্ঞতা আর নতুন সম্ভাবনার গল্প। আগ্রহীদের মহাকাশ নিয়ে করা প্রশ্নের খুঁটিনাটি জবাব দেন তিনি। মার্কিন দূতাবাসের সহায়তায় ও সরকারের আগ্রহে বাংলাদেশে মহাকাশ গবেষণা ও নভোচারী হওযার স্বপ্নপূরণের বাস্তব শিক্ষা নিয়ে কাজ করার আশ্বাসও দেন জোসেফ আকাবা।
তিনি বলেন,
এই যাত্রায় বাংলাদেশে আসা আমার কাছে অনেক কিছু। অনেক শিক্ষার্থীর সঙ্গে আমার দেখা হয়েছে। আমি তাদের সঙ্গে মিশতে পেরে আনন্দিত। নাসা এবং বাংলাদেশ কীভাবে কাজ করতে পারে, তা নিয়ে সরকারি কর্মকর্তাদের সঙ্গে আমি কথা বলেছি।
স্বপ্ন জয়ের তীব্র আকাঙ্খাই যে কাউকে বিজয়ী করে বলে মনে করেন এই নভোচারী।
সূত্র: সময় টিভি
ON/MRF