সাকিবের দলের মালিক গ্রেপ্তার, ফিক্সিংয়ের মামলায় ৪ দিনের রিমান্ড

দেশে রাজনৈতিক পটপরিবর্তনের পর সাকিব আল হাসান দেশে ফিরতে পারছেন না। জাতীয় দলের জার্সিতে সাবেক এই অধিনায়ককে আর কখনো খেলতে দেখা যাবে কি না, তা নিয়েও আছে সংশয়। এমন সময়ে বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক লিগ খেলে বেড়াচ্ছেন সাকিব। তবে সেখানেও তিনি স্বস্তিতে নেই।
গতকাল রাতে ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন লঙ্কা টি১০ সুপার লিগের দল গল মারভেলসের মালিক প্রেম ঠাকার। সাকিব গল মারভেলসের খেলোয়াড় এবং লিগটিতে খেলার জন্য বর্তমানে শ্রীলঙ্কায় অবস্থান করছেন।
লঙ্কা টি১০ লিগ খেলতে শ্রীলঙ্কায় যাওয়ার আগে সংযুক্ত আরব আমিরাতে আবুধাবি টি১০ লিগে খেলেছেন সাকিব। তারও আগে খেলেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় ক্রিকেট লিগে। সেখানে লস অ্যাঞ্জেলেস ওয়েভস নামের একটি দলকে তিনি নেতৃত্বও দিয়েছেন। কিন্তু নানা ধরনের অনিয়মের কারণে সম্প্রতি সেই লিগকেই নিষিদ্ধ করেছে আইসিসি।
নিউজওয়্যার জানিয়েছে, গল মারভেলসের মালিক প্রেম ঠাকার তাঁর দলের এক বিদেশি খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব দিয়েছিলেন। তবে সেই খেলোয়াড় তাঁর প্রস্তাব নাকচ করে ফিক্সিং-বিরোধী ইউনিটের কাছে অভিযোগ দেন। এর প্রেক্ষিতে শ্রীলঙ্কার স্পোর্টস পুলিশ ইউনিটের সদস্যরা তাঁকে বৃহস্পতিবার রাতে আটক করেন।
মালিক গ্রেপ্তার হলেও লঙ্কা টি১০ সুপার লিগে গল মারভেলসের খেলা সূচি অনুযায়ীই চলছে। আজ আসরের তৃতীয় দিনের প্রথম ম্যাচে সাকিবরা খেলতে নেমেছেন। বৃষ্টির কারণে খেলা বন্ধের আগপর্যন্ত গল মারভেলস ৫.৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান করেছে। সাকিব ৩ বলে ৬ রান করে আউট হয়েছেন।
সুত্র: প্রথম আলো
ON/RMN