টি২০ ইতিহাসের সবচেয়ে বেশি রান ৩৪৯; ১৫ ছক্কায় পানিয়ার সেঞ্চুরি

ছেলেদের যেকোন ধরনের টি২০ ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ সংগ্রহের মালিক এখন ভারতের রাজ্য দল বরোদা ক্রিকেট দল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে সিকিমের বিরুদ্ধে হারদিক পান্ডিয়া বিহীন বরোদা ২০ ওভারে সংগ্রহ করে ৫ উইকেটে ৩৪৯ রান। এর আগে সবচেয়ে বেশি রানের মালিক ছিলেন জিম্বাবুয়ে। তারা বিশ্বকাপ বাচাই পর্বে মাসখানেক আগে সংগ্রহ করেছিলো ৩৪৪ রান।
ইন্দোরের এমারল্ড হাই স্কুল গ্রাউন্ডে খেলায় বরোদা টি-টোয়েন্টি ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারী দল হিসেবে ইতিহাস রচনা করেছে। তারা সিকিমের বোলিং আক্রমণকে উড়িয়ে নির্ধারিত ২০ ওভারে ৩৪৯/৫ রান করেছে। এতো বড় রান সংগ্রহে দলের ব্যাটাররা পুরো ইনিংসেই স্ট্রাইক রেট ১৭০ এর বেশি রাখে এবং আক্রমণাত্মকভাবে ব্যাটিং করেছে।
বরোদার ব্যাটিংয়ের অন্যতম তারকা ছিলেন ভানু পানিয়া, যিনি তিন নম্বরে ব্যাট করতে এসে মাত্র ৫১ বলে ১৩৪ রান করেন, যেখানে ১৫টি ছক্কা ছিল। পানিয়া ইনিংসের পুরো সময় জুড়ে অপরাজিত ছিলেন এবং তার চারপাশের ব্যাটারদের সঙ্গে একত্রে দ্রুতগতির রান সংগ্রহে অংশ নেন।
এই ইনিংসে আরও তিন ব্যাটার অর্ধশতক ছুঁয়েছেন। অভিমন্যুসিংহ রাজপুত, শিবালিক শর্মা এবং বিষ্ণু সোলাঙ্কি সবাই ৫০ রানের আশেপাশে রান করেছেন, তবে তাদের স্ট্রাইক রেট ছিল ৩০০-এর বেশি। ১ জন ব্যাটার সেঞ্চুরি করার পাশাপাশি ৩ জন ব্যাটার করেন ফিফটি এবং একজন খেলেছেন ফিফটি ছুই ছুই ৪৩ রানের ইনিংস।
বরোদা পাওয়ারপ্লেতে ১০০ রান পেরিয়ে, ১১ তম ওভারে ২০০ এবং ১৮ তম ওভারে ৩০০ রান তুলে ফেলেছিল। সিকিমের বোলাররা কোনভাবেই রান সংগ্রহের প্রবাহ থামাতে পারেননি।
৩৪৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে সিকিম মাত্র ৮৭ রানেই ইনিংস শেষ করে এবং ২৬২ রানের বিশাল জয় পায় বরোদা। যা টি২০ তে ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি রানের জয়ের রেকর্ড।
ON/RMN