নাম এক, জন্মদিনও এক—ইংল্যান্ড দলে এ কোন ওলি রবিনসন
রবিনসন নামটা শুনলেই ইংরেজি সাহিত্যের কালজয়ী উপন্যাস ‘রবিনসন ক্রুসো’র কথা অনেকের মনে পড়তে পারে। তবে এ প্রজন্মের যাঁরা ইংল্যান্ডের টেস্ট ক্রিকেট নিয়ে চর্চা করেন, তাঁদের কাছে রবিনসন মানে একজনই—ওলি রবিনসন, এখন পর্যন্ত ২০ টেস্টে ৭৬ উইকেট নেওয়া দীর্ঘদেহী ফাস্ট বোলার। তবে এখন থেকে ওলি রবিনসন নামে দুজনকে ক্রিকেটপ্রেমীদের চিনে রাখতে হবে।
ঘটনাটা এবার খুলে বলা যাক। নিউজিল্যান্ড সফরের ইংল্যান্ড টেস্ট দলে ডাক পেয়েছিলেন জর্ডান কক্স। সব ঠিক থাকলে ক্রাইস্টচার্চে আজই ২৪ বছর বয়সী এই উইকেটকিপার-ব্যাটসম্যানের টেস্ট অভিষেক হয়ে যেত।
কিন্তু কক্সের কপালটাই খারাপ। গত রোববার নিউজিল্যান্ড প্রাইম মিনিস্টারস একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার সময় ডান হাতের বুড়ো আঙুলে চোট পান। স্ক্যান রিপোর্ট পাওয়ার পর জানা যায়, তাঁর আঙুলে চিড় ধরেছে। ফলে সিরিজ থেকেই তিনি ছিটকে পড়েন।
বেচারা কক্সের জায়গায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) আজ ওলি রবিনসনের নাম ঘোষণা করেছে। রবিনসনের নাম শুনে অনেকেই প্রশ্ন করতে পারেন, ইসিবির নির্বাচকদের মাথা খারাপ হয়ে গেছে নাকি! উইকেটকিপারের পরিবর্তে ফাস্ট বোলার? কিন্তু ইসিবির বিবৃতি পুরোটা পড়লেই বুঝবেন, এই ওলি রবিনসন পেসার ওলি রবিনসন নন, একজন উইকেটকিপার।
৩০ নভেম্বর রবিনসনের নিউজিল্যান্ডে পৌঁছার কথা। পরদিন ১ ডিসেম্বর তাঁর ২৬তম জন্মদিন। কাকতালীয় হলেও সত্যি, উইকেটকিপার রবিনসনের মতো পেসার রবিনসনের জন্মদিনও ১ ডিসেম্বর! রোববার পেসার রবিনসন তাঁর ৩১তম জন্মদিনের কেক কাটবেন। তবে দুজন বিশেষ দিনটি উদ্যাপন করবেন দুই দেশে। পেসার রবিনসন যে নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে নেই।
শুধু নাম ও জন্মদিনেই নয়, দুই রবিনসনকে এক বিন্দুতে নিয়ে এসেছে আরেকটি বিষয়। দুজনের জন্মই লন্ডনের উপকণ্ঠে কেন্ট কাউন্টিতে। ৪ বছর আগে দুজন একসঙ্গে ইংল্যান্ড লায়ন্সেও (‘এ’ দল) খেলেছেন।